রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্রম ১৪৪৭
বগুড়ায় “দৈনিক বাংলাদেশ সমাচার” পত্রিকার জেলা প্রতিনিধি সম্মেলন
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বগুড়ায় "দৈনিক বাংলাদেশ সমাচার” পত্রিকার রাজশাহী বিভাগীয় জেলা প্রতিনিধি সম্মেলন ও পেশাগত প্রশিক্ষণ, গুণীজন সম্মাননা এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ফেব্রুয়ারি) শহরের টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে জেলা প্রতিনিধি মোঃ রুহুল আমিন শাহিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, সফেন ফাউন্ডেশন এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড.খান আসাদুজ্জামান।প্রধান আলোচক বক্তব্যে বলেন, যেটি সবসময় ভালো সেটি ফলো করে নিউজ পরিবেশন করবেন। তিনি বলেন নেগেটিভ নিউজগুলো বাতাসের আগে ছড়ায় কারণ নেগেটিভ নিউজের মধ্যে কিছুটা গুজব থাকে। সত্য ন্যায়নিষ্ঠ গঠনমূলক নিউজগুলো সমাজের এক শ্রেণির ব্যক্তিরা পড়েন যারা সমাজের জন্য অনেক কিছু করেন। আপনাদের গঠনমূলক নিউজ পরিবশনের মাধ্যমে আমাদের জাতি তথা রাষ্ট্র উন্নতির শিখরে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রকৃত সাংবাদিকতার পরিচয়।প্রধান আলোচক তার বক্তব্যে এও বলেন, যে সাংবাদিক পেশাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে অভিভূত করা হয়, আমাদের গুটিকয়েক সাংবাদিকের অপচর্চার কারণে, কিছু কিছু হলুদ সাংবাদিকতার কারণে এই পেশার যে মাধুর্য,এই পেশার যে মর্যাদা, এই পেশার যে মুগ্ধতা এটি মাঝে মধ্যে আমরা ম্লান হতে দেখি এটি আমাদের দারুন ভাবে হতাশায় নিমজ্জিত করে।অপসাংবাদিক চর্চার মাধ্যমে এই পেশার মুগ্ধতাকে, এই পেশার সিগ্ধতাকে এবং এই পেশার মাহাত্ম্যকে যারা ছোট করছে তার বিরুদ্ধে একটি স্বল্পিক প্রতিবাদের মাধ্যমে এই পেশাকে একটি মহৎ পেশা হিসাবে তিনি তার কবিতার মাধ্যমে তুলে ধরেন। তিনি আরও বলেন, আমাদের রাষ্ট্রে কিংবা সমাজে, এমনকি আমাদের পারিবারিক জীবনে যে অসংঙ্গতি বিরাজ করছে, যে অশুরের চর্চা চলছে তার মাঝে থেকেও সবসময় সফেন ফাউন্ডেশন এবং তার সহযোগী প্রতিষ্ঠান দীর্ঘ সেই পতিষ্ঠা লগ্ন থেকে পঁচিশ বছর ধরে একটি সুস্থ সুন্দর শিল্পীত জীবনের দিকে যাওয়ার একটি অভিপ্রায় নিয়ে কাজ করছে এবং তারই অংশ হিসাবে আমাদের তিনটি পত্রিকা ভালো কাজের মাধ্যমে চ্যালেজিং পথ অতিক্রম করছে। তিনি রাজশাহী বিভাগীয় জেলা প্রতিনিধি সম্মেলন ও পেশাগত প্রশিক্ষণ অনুষ্ঠানে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম সহ উপস্থিত সকলকে ধন্যবাদ ঙ্গাপন করেন। বগুড়া জেলা বিশেষ প্রতিনিধি মোঃ কামরুজ্জামান মোমিন এর সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ,অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বেগ ও জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ কবির উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বার্তা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান মজনু, রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী মোঃ আব্দুল খালেক।অনুষ্ঠানে রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা প্রতিনিধি এবং বিভিন্ন পত্রিকার, মিডিয়া সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গরীব অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.