 
																
								
                                    
									
                                
শেখ মিহাদ বাবু, ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি,: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শিবপুর ইউনিয়ন কনিকাড়া গ্রামে সাবেক ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন সরকার এর বিরুদ্ধে। ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল হক।গত ৬/৯/২০২২ তারিখে তার নিজের ফেইসবুক আইডি জয় বাংলা ৭১ টিভি তে লাইভে এসে মোঃ আনোয়ারুল হক নামক ভদ্র লোকের বিরুদ্ধে মিথ্যার ও হেয় পতিপন্ন করার অভিযোগে সাবেক ভাইস- চেয়ারম্যান মোশারফ হোসেনের বিরুদ্ধে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ারুল হক।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে অভিযোক্ত আসামী সাবেক ভাইস-চেয়ারম্যান মোশারফ হোসেন, মোঃ আনোয়ারুল হক কে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপনের মাধ্যমে সামাজিক ভাবে মানহানি করে,,,যেখানে তিনি লাইভে উল্লেখ করেন মোঃ আনোয়ারুল হকের ৫০/৬০ টি বাড়ি রয়েছে কিন্তু বাস্তবে তার ১টি বাড়ি রয়েছে চট্টগ্রামে।সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম মামলা করেন, মামলার ধারা ২৫/১৯/৩১ ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ মামলা দায়ে করেন। মোশাররফ হোসেন সরকার এর বিরুদ্ধে। দ্বিতীয় বারে মোশাররফ হোসেন সরকার লাইভে আরো বলেন আনোয়ারুল হক ভূয়া মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যায় নাই।তিনি ১৭ কোটি মানুষের হক বঞ্চিত হচ্ছে কার দ্বারা এই আনোয়ার নামে জানোয়ার এর দ্বারা এই ধরনের আরো কিছু মিথ্যা তথ্য বাদীর নামে পরিবেশন করিয়াছেন।কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার কাগজে আনোয়ারুল হকের মুক্তিযোদ্ধা হিসাবে সরকারি গেজেটে তার মুক্তিযোদ্ধা নম্বর রয়েছে (৬৮৯৩) তাছাড়া তিনি মুক্তিযোদ্ধে শহিদ আব্দুস সালাম এর আপন ভাই।২৭-১০-২০২২ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়ীয়া থেকে সি,আই,ডি এমডি কুতুবুল আলম এর নেতৃত্ব একটি তদন্ত টিম আসেন। এই সময় স্থানীয় যারা উপস্থিত ছিলেন। কনিকাড়া গ্রামের জিয়াউল হক সরকার, হেলাল সরকার,মনির সরকার।একই গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযুদ্ধা কমান্ডার সামছুল আলম শাহন,বীর মুক্তিযোদ্বা সিদ্দিকুর রহমান, হেফজুল বারী, আব্দুল রতন বারী,সাবেক মেম্বার মুর্শিদ মিয়া,সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান, আব্দুল বাতেন সরকার মাহাবুব মুর্শেদ সরকার,জসিমউদদীন সরকার, নজব আলী প্রখর।