মোঃ মামুন সোনারগাঁও প্রতিনিধি:ফেসবুক ফেক আইডির মাধ্যমে সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নের বিএনপি সভাপতি আল- মুজাহিদ মল্লিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য একটি মহল একাধিক ফেক আইডির মাধ্যমে জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে তার একান্ত সচিব আব্দুর রহিম বাদী হয়ে ফেসবুক ফেক আইডি, আল মুজাহিদ মল্লিক নামে, সোনারগাঁও রাজনীতি নিউজ, ও জামপুরের দালাল এই তিনটি ফেসবুক ফেক আইডিকে, বিবাদীদ করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে জানাগেছে, আল মুজাহিদ মল্লিক নামে, সোনারগাঁও রাজনীতি নিউজ, ও জামপুরের দালাল সহ একাধিক ফেক ফেইজ বুক আইডি খুলে একটি মহল ষড়যন্ত্রকরে জামপুর ইউনিয়নের স মুজাহিদ মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তার বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি বিশিষ্ট শিল্পপতি আল মুজাহিদ মল্লিক বলেন, তার কোনো ফেজবুক আইডি নেই এবং কখনো কোনো ফেজবুক আইডি খুলেননি। কে বা কারা৷ তার নামে বিভিন্ন ফেক ফেইজ বুক আইডি খুলে তার রাজনৈতিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন করছে এবং ষড়যন্ত্রকারীরা ওদের স্বীয় স্বার্থ হাসিল করার উদ্দেশ্যেই তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে মহলটি। তিনি এহেন ঘটনায় দুঃখ প্রকাশ করছেন এবং তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছেন।
এদিকে, জামপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আল মুজাহিদ মল্লিক একজন প্রতিষ্ঠিত শিল্পপতি ও আদর্শিক বিএনপি রাজনীতিবিদ। তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রকারী মহল বিভিন্ন ফেক ফেইজ বুক আইডি খুলে যে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে তা ন্যাক্কারজনক। জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছেন তিনি। তিনি বলেন, ওসব ষড়যন্ত্রকারীদের বের করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।
তাছাড়াও ষড়যন্ত্রকারীদের এহেন ন্যাক্কারজনক ঘটনা ও অপপ্রচারের বিরুদ্ধে স্থানীয় জামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদে ফুঁসে ওঠেছে।
Notifications