
জামালপুরের সরিষাবাড়ীস্থ তারাকান্দি যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার জিএম (অপারেশন) মোঃ কামরুল হাসান। তিনি জানান, ২২ জানুয়ারি দুপুর ১টা থেকে কারখানার এ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। ত্রুটি মেরামতের কাজ চলছে এবং দ্রুত উৎপাদনে ফেরার চেষ্টা করা হচ্ছে। তবে কয় ঘন্টা বা দিন লাগবে সে বিষয়ে নিশ্চিত করেনি। এর আগে গ্যাস সংযোগ পেয়ে চালু হওয়ার মাত্র ১৩ দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হয়েছিলো কর্তৃপক্ষ।
কারখানা সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ২৩ মাস বন্ধ থাকার পর গত ২৩ ডিসেম্বর যমুনা সার কারখানায় পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছিল। উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানাটি দৈনিক প্রায় এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রাখে। বর্তমানে গ্যাসের স্বল্পচাপ থাকায় প্রায় এক হাজার ৪০০ মেট্রিকটন উৎপাদনে চলমান ছিলো কারখানাটি।