রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২ জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২ | ৬ মহর্রম ১৪৪৭
ফেনীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর গ্রামের আবদুল কাদের একটি এনজিও থেকে ঋণ নিয়ে আত্মগোপনে চলে যান। এনজিওকর্মীরা তার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে হন্য হয়ে খুঁজতে থাকে। একপর্যায়ে এনজিওকর্মীরা আবদুল কাদেরের মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে তাকে খুঁজতে থাকে। সেখানেও তাকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যান তারা। এদিকে আবদুল কাদেরের কন্যার স্বামীর বাড়ির লোকজন তাদের বাড়ি এনজিওকর্মীদের গোপনে চিনিয়ে দিয়েছেন মর্মে একই গ্রামের আহসান উল্যাহর পরিবারের সদস্যদের সন্দেহ করতে থাকেন। স্থানীয় কয়েকজন আহসান উল্যাহর বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়।
এ সময় আহসান উল্যাহ, তার কন্যা রাবেয়া আক্তার ও জামাই এনামুল হককে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে তারা। স্থানীয়রা উদ্ধার করে তাদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় এনামুল হক বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.