মুন্সী মেহেদী হাসান, ফুলতলা উপজেলা প্রতিনিধিঃ “যে গাছ লাগায় সে শুধু মাটি না, ভবিষ্যৎও রক্ষা করে”, একটি গাছ একটি প্রাণ একটি আশ্রয় ” গাছ কেটে উজাড় নয়, বেশি করে গাছ লাগান পরিবেশের ভারসাম্য বজায় রাখুন, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খুলনা বিভাগ কতৃক আয়োজিত বৃক্ষরোপন ও চারাগাছ বিতরণ কর্মসূচি -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার সার্বিক তত্ত্বাবধানে, শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ রেজাউল হক।
এসময় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি সকল শিক্ষার্থীদের মাঝে বনজ – ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়। ছোট ছোট শিশুরা গাছ উপহার পেয়ে আনন্দে আবেগ আপ্লূত হয়ে উঠে, এ যেন এক নতুন প্রাণচাঞ্চল্যে। সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার সভাপতি শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে, কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা খাতুন, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ এর খুলনা বিভাগের সভাপতি এ এইচ এম শাহীন, সহ-সভাপতি ইফতেখায়রুল আলম বাপ্পী, সাধারণ সম্পাদক – এস এম ইলিয়াস,সহ- সাধারণ সম্পাদক শেখ নাজমুল হক অয়ন, খানজাহান আলী থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম আসাদ, সহ-সভাপতি মোঃ ওয়াসিম খান, মোঃ আবিদুর রহমান মুরাদ, মোঃ রনি,মোঃ ইস্তিয়াক হোসেন বিপু,মোঃ ইমরান গাজী রাজীব,মোঃ মিল্টন হোসেন, মোঃ আল আমিন হোসেন, মোঃ কবির হোসেন প্রমূখ।
পৃথকভাবে দুপুর ১২ টায় আটরা গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসেন ,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি খুলনা বিভাগীয় সভাপতি এইচ এম শাহীন। অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আলম সরদার। সার্চ মানবাধিকার সোসাইটির সহ-সভাপতি আসাদুল ইসলাম আসাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি বিভাগীয় সহ-সভাপতি ইফতেখারুল আলম বাপ্পি, সহ-সভাপতি মোহাম্মদ হাদিউজ্জামান, সহ-সভাপতি শরীফ ওবায়দুর রহমান চয়ন, সাধারণ সম্পাদক এস এম ইলিয়াস ,শেখ রবিউল ইসলাম, শেখ নাজমুল হক অয়ন, মোঃ আবদুর রহমান মুরাদ, মোঃ ইসতিয়াক হোসেন বিপু, মোঃ ইমরান গাজী রাজীব ,মোহাম্মদ মিল্টন হোসেন, আল আমিন হুসাইন,মোঃ কোবির হোসেন, থানা শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান ইতি , মোঃ শহিদুল ইসলাম, দিদার হোসেন, রাকিব হোসেন, মুস্তাকিন বিল্লা ,মেহরাব হোসেন প্রমুখ। এ সময়ে বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ ও ঔষধি গাছ রোপন ও কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।