মুন্সী মেহেদী হাসান, ফুলতলা উপজেলা প্রতিনিধিঃ
ফুলতলায় এক প্রতিবন্ধী কিশোরকে (১৭) বলাৎকার করার অভিযোগ উঠেছে মোঃ রাকিব শেখ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় খানজাহান আলী থানায় মামলা হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করেন ভূক্তোভোগির স্বজনরা। অন্যদিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল স্থানীয়ভাবে মীমাংসার জন্য বিভিন্নভাবে বাদীকে চাপ প্রয়োগ করছে বলেও অভিযোগ করেন মামলার বাদী ।
গত ০৫ আগষ্ট ২০২৫ ইং তারিখে খুলনা জেলার ফুলতলা উপজেলাধীন খানজাহান আলী থানায় বলৎকারের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন ভূক্তোভোগি ওই কিশোরের বাবা। ওই প্রতিবন্ধী কিশোর ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের খাঁ- পাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত রাকিব শেখ (২৫), পিতা- শহিদ শেখ একই এলাকায় নানা আশরাফ খানের বাড়ি বসবাস করে।
মামলার বাদী ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বহুমাত্রিক প্রতিবন্ধি হওয়ায় আসামী আমার ছেলেকে গত ৬মাস যাবত বিভিন্ন কৌশলে বলৎকার করিয়া আসিতেছে। গত ০১/০৮/২০২৫ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় আমার ছেলেকে (১৭)কে আসামী বাহিরে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে আসামী মোঃ রাকিব শেখ (২৫) আমার ছেলের পড়নের টাউজার খুলতে বলে। তখন আমার ছেলে রাকিবের কথায় রাজি না হওয়ায় আসামী তাহাকে মারধর করে এবং গলায় ছুরি ধরে ট্রাউজার খুলে উপুড় করে শোয়াইয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক বলৎকার করে। আমার ছেলে কান্নাকাটি করতে থাকলে আসামী আমার ছেলেকে মারধর করে এবং বলে তুই এই কথা কাউকে বললে তোকে প্রানে মেরে তোর লাশ নদীতে ভাসাইয়া দিব বলিয়া চলে যায়। অতঃপর আমার ছেলের কান্না কাটি করা দেখে মামলায় উল্লেখিত সাক্ষীগন আমার ছেলেকে কান্নার কারন জিজ্ঞাসা করলে আমার ছেলে তাদের নিকট ভয়ে ভয়ে কান্নাকাটি অবস্থায় উল্লেখিত ঘটনা বলেন। পরবর্তীতে উল্লেখিত সাক্ষীগনসহ আমার ছেলের কথা শুনি আমি হতবম্ভ হয়ে যাই এবং আমার ছেলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পাই। আমার ছেলে আরো জানায় আসামী তাকে ইতিপূর্বেও বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে গত ৬মাস যাবৎ কয়েকবার বলৎকার করেছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে আমার ছেলে কয়েকদিন যাবত হাসপাতাল খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ছিলো । আমার ছেলের চিকিৎসা শেষে আমার আত্মীয় স্বজনের সাথে আলাপ আলোচনা করে থানায় মামলা দায়ের করি। কিন্তু অদ্যবদি আসামি গ্রেপ্তার না হওয়ায় এবং বিভিন্ন মহলের মিমাংসা নাটকের চাপের কারনে আমরা হতাশাগ্রস্ত এবং শঙ্কিত।
ভুক্তভোগীর চাচা ও চাচী বলেন, এমন একটি ন্যক্কারজনক ঘটনাকে স্থানীয় প্রভাবশালী একটি মহল আমাদের সহযোগিতার বদলে উল্টো ধামাচাপা দিতে বেশি ব্যাস্ত। আমরা এ ঘটনার তীব্র ঘৃণা জানাচ্ছি এবং দ্রুত আসামি গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
ভুক্তভোগীর মা বলেন,
অভিযুক্ত রাকিবকে পুলিশ কেন গ্রেপ্তার করছে না আমরা বুঝতে পারছিনা। রাকিব তার নানার বাড়িতে থেকে একেরপর এক অপরাধ ঘটিয়ে বেড়াচ্ছে। তাকে বুলু মোল্লাসহ যারা পালাতে সহযোগিতা করেছে, আমি তাদেরকেও গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসাঃ শাহানাজ পারভীন জানান, আমার ৫ নং ওয়ার্ড এলাকায় এমন ঘৃনীত একটি ঘটনা ঘটেছে যার নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। আমি এ মামলার আসামিকে দ্রুত আইনের আওতায় এনে আইন মোতাবেক শাস্তির দাবি জানাচ্ছি।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ কবির হোসেন সাংবাদিকদের জানান, প্রতিবন্ধী কিশোরকে বলৎকারের ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামি গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]