মুন্সী মেহেদী হাসান, ফুলতলা উপজেলা প্রতিনিধিঃ ফুলতলায় জুলাই-২৪ গনঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষে জুলাই শহিদদের স্মৃতিচারণে আলোচনা সভা, জুলাই ডকুমেন্টারি প্রদর্শন ও গণমিছিল অনুষ্ঠিত হয়। এসময় জুলাই গণ-অভ্যুত্থানে সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
বক্তারা বলেন, আজকের এ দিনটি আমাদের কাছে একটি ঐতিহাসিক ও বিপ্লব প্রতিষ্ঠার দিন,আমরা যথাযথভাবে দিনটি উদযাপন করব এবং আগামীর বাংলাদেশকে একটি বৈষম্যহীন কল্যান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
৫ আগষ্ট মঙ্গলবার আশর বাদ শিরোমণি শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জামায়াত ইসলামী খানজাহান আলী থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এছাড়াও বাদ মাগরিব থানা শিবিরের আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ জামায়াত ইসলামী খানজাহান আলী থানা শাখার সভাপতি সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মোরশেদ মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা জামায়াতের সহ- সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি আশরাফুল আলম, থানা জামায়াতের সুরা সদস্য হাফেজ গোলাম মোস্তফা, খানজাহান আলী থানা শাখা শিবিরের সভাপতি আল ইমরান, সেক্রেটারি সৈয়দ তারিক হাসানসহ বাংলাদেশ জামায়াত ইসলামীর অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।