রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ২২ মহর্রম ১৪৪৭
ফুলতলায় ছবিসহ নতুন ভোটার তালিকার হালনাগাদ কর্মসূচি
মুন্সী মেহেদী হাসান, ফুলতলা উপজেলা প্রতিনিধি: একসাথে একাধিক স্থানে বা একাধিকবার ভোটার হওয়া দণ্ডনীয় অপরাধ " এ প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার সকাল ৯ টা থেকে ফুলতলা উপজেলা নির্বাচন অফিসের সার্বিক তত্ত্বাবধানে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ছবিসহ ভোটার তালিকার হালনাগাদ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে কর্মসূচি পরিদর্শন করেন বাংলাদশ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনু:বিভাগের মহাপরিচালক( অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর।
ফুলতলা উপজলার ৪টি ইউনিয়নের আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৩ দিনের প্রোগ্রামের আজ ৪ মার্চ প্রথম দিন সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত প্রায় ৪৬৮ জন নতুন নিবন্ধন হবে এবং ৩ দিনে প্রায় ১৫০০ ভোটার নিবন্ধন করা সম্ভব হবে, এরপরও যদি কেউ নিবন্ধন তালিকা থেকে বাদ পড়েন তারা উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন বলে উপজলা নির্বাচন কর্মকর্তা এ এস এম রাকনুজ্জামান খান সাংবাদিকদের জানান। এছাড়া তিনি আরাও জানান ৯ এপ্রিল উপজলার ৪ ইউনিয়নের মধ্যে ভোটার তালিকায় বাদ পড়া সকল ইউনিয়নের ভোটার নিবন্ধনকৃত আবেদনের ফলাফল ঘোষণা করা হবে । উল্লেখ্য, ০১/০১/২০০৮ সাল অথবা তার পূর্বে যাদের জন্ম তারিখ রয়েছে শুধু ভোটার হতে পারবে। প্রধান অতিথি এ এস এম হুমায়ুন কবির সকলের উদ্দেশ্য বলেন “ভোটার তালিকার হালনাগাদে যারা নতুন ভোটার হচ্ছেন তারা যেন শান্তিতে ভোটার রেজিষ্ট্রেশন করতে পারেন এবং কোন অবস্থাতে যেন হয়রানি না হতে হয়, সেদিক আমাদের সকলের খেয়াল রাখতে হবে। আমাদের নির্বাচন অফিসারগণ ঈদের পরদিন থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করছেন। ভোটার হওয়ার জন্য ২৪ ঘন্টা অনলাইন আবেদন করা যায়, আবেদন করলে একটা তথ্য পাবেন, ঐ তথ্যর ভিত্তিতে নিকটবর্তী নির্বাচন কমিশনের নিকট থেকে ভোটার তালিকা হালনাগাদ করতে পারবেন”। এ সময় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাঃ জিয়াউর রহমান, খুলনা জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহমেদ, ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম রাকনুজ্জামান খান, সহকারী উপজলা নির্বাচন অফিসার মোঃ শাহরিয়ার আজাদ, মাহবুবুর রহমান, বক্কার হাসান, আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলামসহ ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সকল কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.