মুন্সী মেহেদী হাসান, ফুলতলা উপজেলা প্রতিনিধিঃফুলতলায় সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গিলাতলা আহমদিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটি নির্বাচন -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৪/০৮/২৫ ইং বৃহস্পতিবার গিলাতলা জাহানাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান কার্যালয়ে অত্যান্ত সুষ্ট ও শান্তিপূর্ণভাবে নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়। ভোটারদের উৎসাহ ও উদ্বিপনার মধ্যে দিয়ে সকাল ৯ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনে অভিভাবক সদস্য ০১ মুহাঃ গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন (প্রাপ্ত ভোট-৬৭) এবং সদস্য ০২ মোঃ রফিকুল ইসলাম ৫৮ ভোট পেয়ে এবং সদস্য ০৩ মোঃ হারুন শেখ ৫৫ ভোটে নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচনে ইবতেদায়ী অভিভাবক মোঃ জেলকার হোসেন ৪৯ ভোটে এবং মহিলা অভিভাবক সদস্য ফারজানা
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন ফুলতলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক। নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা যুব উন্নয়ন সহ- কর্মকর্তা মোঃ ইশতিয়ার হোসেন, বিপুল কুমার সাহা,অরেন্দ্রনাথ মন্ডল,চন্দ্রজিৎ বৈরাগী।
গিলাতলা আহমদিয়া দাখিল মাদ্রাসা সুপার মোঃ ইব্রাহীম নির্বাচন পরিচালনা কমিটিসহ সকল প্রতি ধন্যবাদ জ্ঞ্যাপন করেন সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মোঃ ওবায়দুল হক জানান, ফুলতলার গিলাতলা জাহানাবাদ ক্যান্টঃ সংলগ্ন গিলাতলা আহমদিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনে মোট ৫ টি পদে ০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। মোট ৩৩০ জন ভোটারের মধ্যে ২২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন অত্যান্ত সুষ্ট ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়নের সকল নেতৃবৃন্দ, সদস্যসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।