মুন্সী মেহেদী হাসান, ফুলতলা উপজেলা প্রতিনিধিঃ খানজাহান আলী থানাধীন গিলাতলা বাজার খেয়াঘাট ভৈরব নদীতে গোসল করতে নেমে আজমাইন (১২) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে ।
বৃহস্পতিবার (১২জুন) দুপুরে গিলাতলা বাজার খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আজমাইন গিলাতলার খাঁ পাড়া ঈদগাহ বটতলা এলাকার রফিকুল ইসলাম লিটনের ছেলে। সে আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নানা বাড়ি বেড়াতে এসে দুপুর ১২.৩০ ঘটিকার দিকে আজমাইনসহ তার কয়েকজন বন্ধু গিলাতলা বাজার ঘাটে ভৈরব নদীতে গোসল করতে যায়।
সাঁতার না জানায় গোসলে নামার পর আজমাইন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা একযোগে নদীর সম্ভাব্য সকল স্থানে খোজাখুজির এক পর্যায়ে প্রায় দেড় ঘন্টা পর খেয়াঘাটের পাকা সিড়ির শেষাংশে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে। এরপর পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খুলনা জেলা নৌ পুলিশের উপ- পরিদর্শক ( এস আই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে আত্মীয়- স্বজনদের অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে আমরা মৃতদেহটি হস্তান্তর করেছি।
Notifications