ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) জাতীয় সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আসনটির নির্বাচনী কমিটির দায়িত্বপ্রাপ্ত ফরিদপুরের সিভিল জজ মোহাম্মদ রুহুল আমিনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ শোকজ দেওয়া হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারে মাওলানা সরোয়ার হোসেন অনুমোদনহীনভাবে এবং নির্ধারিত বিধি লঙ্ঘন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। তদন্তে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে নোটিশে উল্লেখ করা হয়। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এলে কমিশনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই শোকজ নোটিশ জারি করে।নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীকে লিখিতভাবে তার ব্যাখ্যা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে নির্বাচন আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]