রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৭ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২ | ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭
ফরিদপুর জেলা আদালতের এজলাসে হৃদরোগে আসামির মৃত্যু
রবিউল হাসান রাজিব ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ফরিদপুর জেলা আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিন এর এজলাসে একটি প্রতারণা মামলার আসামী শাহজাহান মৃধা (৭০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়। অদ্য (১ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর ১ টায় মামলার শুনানির সময়ে হৃদরোগে আক্রান্ত হয়। এমতাবস্থায় আসামীকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ গণেশ কুমার আগরওয়ালা তাকে মৃত ঘোষণা করেন। জানা যায় ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর গ্রামের বাসিন্দা মোঃ দুলাল মিয়া (৫০) নামে গত বছর প্রতারণার অভিযোগে বাদী হয়ে চার জনকে আসামি করে একটি প্রতারণা মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামি মৃত শাহজাহান মৃধা এক নাম্বার আসামী ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.