রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ২২ মহর্রম ১৪৪৭
ফরিদপুরে রমজান উপলক্ষে অভিযান;ব্যবসায়ীকে জরিমানা
ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উর্ধ্বগতি, মেয়াদ উত্তীর্ণ ফল ও মুদি মালামাল বিক্রির অপরাধে ৯টি দোকানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন শনিবার (২৫ মার্চ) বিকেলে ঈদগাহ মোড়, কলেজমোড় ও প্রধান বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এই মনিটরিং পরিচালনা করেন।
মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুল হাসান।
সে সময় মেয়াদোত্তীর্ণ খেজুর, শুকনো খাবার, ধার্যকৃত মূল্যের অতিরিক্ত দামে সয়াবিন তেল, চিনি, মসুর ডালসহ অন্যান্য পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮,৫১ ও ৫৩ ধারায় মোট ০৯টি মামলায় বত্রিশ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
সূত্রে জানা যায়, ভাঙ্গা বাজারের আতিয়ারস্টোর, ধ্রুবষ্টোর, ত্রীনাথ ষ্টোর, মায়ের দোয়া ফলের দোকান, আলিমের ফলের দোকান, লিটন তালুকদারের ফলের দোকান, রাজু মোল্লার ফলের দোকানসহ নয়টি দোকানে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মাহমুদুল হাসান সাংবাদিকদের নিশ্চিত করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.