
ফরিদপুরের পরিত্যক্ত সাব-রেজিস্ট্রার অফিসের টয়লেট থেকে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে জেলার সদরপুর উপজেলার হাসপাতাল মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের একটি দল সদরপুর ইউনিয়নের পরিত্যক্ত সাব-রেজিস্ট্রার অফিসের পেছনে অভিযান চালায়। এসময় সেখানকার একটি টয়লেটের ভেতর থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি ৭.৫ এমএম পিস্তল, ১ রাউন্ড গুলি এবং একটি কালো ব্যাগের ভেতর থেকে ৪টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।সেনাবাহিনী জানিয়েছে, অপরাধী ও সন্ত্রাসীদের দমনে এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।সদরপুর থানার এসআই রাসেল বলেন, সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৪টি ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলো থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি জিডি করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।