রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২ জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২ | ৬ মহর্রম ১৪৪৭
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
রবিউল হাসান রাজিব ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে হাজারো মানুষের শ্রদ্ধার্ঘ্য অর্পণ হয়েছে।১৫ই আগষ্ট রবিবার সকাল ৮টায় শহরের অম্বিকা ময়দানে একে একে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে তারা।এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ঘাতকদের হাতে নিহত সকল শহীদানের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।এরপর প্রথম শ্রদ্ধা অর্পন করে ফরিদপুরের সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর পক্ষ থেকে।এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফরিদপুর সদর উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটি, ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর চেম্বার অফ কমার্স, জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুর জেলা কারাগার, আবাহনী ক্রীড়াচক্র, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াছিন কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, শিবাজী নিকেতন, শেখ রাসেল স্মৃতি সংঘ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, এফ বিসিসি আইসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সংবাদ লেখা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন পর্ব চলছিল।এছাড়া বেলা ১০ টায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, বিকেল তিনটায় ফরিদপুর জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা, এবং সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.