রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ৩ মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ৪ জিলকদ ১৪৪৬
ফরিদপুরে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৫, আহত ১২
রবিউল হাসান রাজিবঃ ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি নামকস্থানে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরো ১২জন। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।২১শে মার্চ ২০২১ সকাল ৬ টার দিকে এই ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে ঢাকাগামী একটি হাইএস মাইক্রোবাস-খুলনাগামী একটি ট্রাকের সাথে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি নামকস্থানে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুজনের মৃত্যু হয়। বাকি আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে এক শিশু সহ দুজন মারা যায়। পুলিশ আরো জানায় আমরা লাশ গুলো উদ্ধার করে করিম হাইওয়ে থানায় নিয়ে আসার ব্যবস্থা করছি। তবে নিহততের পরিচয় এখনো জানা যায়নি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.