মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে জেলার সকল বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান এবং মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্স এর ড্রিলসেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান,(পিপিএম-সেবা)পুলিশ সুপার মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনার শুরুতেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
স্বাধীনতা যুদ্ধে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পুলিশ বাহিনী। যে সকল পুলিশ সদস্য স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো তাঁদের জন্য আজ বাংলাদেশ পুলিশ গর্বিত। জেলা পুলিশ, ফরিদপুর এসব বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারবর্গের পাশে থাকবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন, পুলিশ সুপার শাহজাহান।
এর আগে পুলিশ সদস্যদের সাথে নিয়ে পুলিশ সুপার মো. শাহজাহান স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সেসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সুপার নূর মোহাম্মদ মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. ইমারত হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ও অবসরপ্রাপ্ত পুলিশ মো. আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, মুক্তিযোদ্ধার সন্তানেরা সহজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ সদস্যবৃন্দ।উক্ত সংবর্ধনা ও আলোচনা সভার অনুষ্ঠানটি আয়োজন করে ফরিদপুর জেলা পুলিশ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]