রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্রম ১৪৪৭
ফরিদপুরের আলফাডাঙ্গায় ত্রাণ বিতরণ
ফরিদপুর প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য খাঁন মঈনুল হোসেন মোস্তাকের পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় জনগণের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
০৬ মে বৃহস্পতিবার দুপুর ১.৪৫ টার দিকে আলফাডাঙ্গা উপজেলা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের হাতে এসব খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন। এ সময় দুই শতাধিক দরিদ্র জনসাধারণের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার ওহিদ হোসেন, ৭নং ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মান্নান শেখ প্রমুখ। এ বিষয়ে খাঁন মঈনুল হোসেন মোস্তাক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দলীয় নেতা কর্মীরা যার যার সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষকে সহায়তা করছে। তারই ধারাবাহিকতায় আমি আমার নিজ এলাকা আলফাডাঙ্গাসহ মধুখালি ও বোয়ালমারী উপজেলাতেও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া এবং দরিদ্র ও অসহায় জনগণের পাশে সবসময় আছি। আমি আমার সাধ্যমত এদেরকে সহযোগীতা করে যাবো।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.