সোহেল শিকদার,মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের প্রবাসী সোবাহান বেপারির জমিতে থাকা অসংখ্য গাছ কেটে জমি দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে মতি বেপারী, বাবু বেপারি ওয়াজেদ বেপারী ও দাদন বেপারীর বিরুদ্ধে।
শুক্রবার (৭ নভেম্বর ) সকালে শ্রীনদীর রায়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসী সোবাহান বেপারীর ভাতিজি সুমি বেগম জানান, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাদের পুরুষদের হয়রানি করে খ্যান্ত হয়নি এখন আমাদের সম্পদ দখল করার চেষ্টা করছে সন্ত্রাসী ও ভূমিদস্য বাবু বেপারী ও তার সহযোগীরা। পৈত্রিক সূত্রে পাওয়া আমাদের গ্রামের বাড়ির সাথে ভিটা ওই ভিটায় অসংখ্য ফলজ ও বনজ গাছ ছিল।
কিন্তু কয়েকদিন যাবত আমাদের বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী ভূমিদস্যু ও সন্ত্রাসী বাবু বেপারী , দাদন বেপারী, মতি বেপারী, ওয়াজেদ বেপারী জমিতে থাকা কলাগাছ, মেহগনি, কাঁঠাল, আমগাছ সহ অসংখ্য ফলজ ও বনজ গাছ কেটে নিয়ে জমি দখলের চেষ্টা করছে।
ভুক্তভোগী সোবাহান বেপারীর ভাতিজি সুমি বেগম আরো বলেন, গাছ কাটার সংবাদ শুনে আমরা বাড়িতে আসায় হত্যার হুমকি দিচ্ছে এমনকি ভিটায় গেলেও আমাদের খুন করে ফেলবে বলে হুমকি দিচ্ছে।
তিনি আরো বলেন, এই জায়গার দলিল সহ এস এ, আর এস আমাদের নামে আর বি আর এস তাদের নামে। সেই বি আর এস সংশোধনের জন্য মামলা চলমান রয়েছে কিন্তু সেই মামলায় হেরে যাওয়ার ভয়ে এখন তারা জোর করে অসংখ্য বিভিন্ন ধরনের গাছ কেটে জমি দখল করার চেষ্টা করছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত মতি বেপারী বলেন, জমি আমাদের এবং আমরাই দখলে ছিলাম। তাই গাছ কেটে নিয়েছি।
মাদারীপুর সদর থানার ওসি বলেন, গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করে উভয়পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছে। পরবর্তীতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]