দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: অদ্য ১৬ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ রোজ শনিবার বিকাল ৪:৩০ ঘটিকায় সিলেট সার্কিট হাউজে সিলেট ও সুনামগঞ্জ জেলার জেলার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, শ্রম আদালতে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাগণসহ সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দের সাথে বাংলাদেশের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জনাব ড. সৈয়দ রেফাত আহমেদ মহোদয় এক মতবিনিময় সভা করেন। মূলত বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের রোডম্যাপ স্কিমকে অংশীজনদের মধ্যে ছড়িয়ে দেওয়াসহ জনমুখী বিচার বিভাগ তৈরির মাধ্যমে বিচার কাজকে কিভাবে জনগণের কাছে পৌছে দেয়া যায় সে সকল বিষয় আলোচনার জন্য এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রীম কোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখা হতে বিগত ১৩.০৮.২০২৫ খ্রি. তারিখে এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হয়।
আরো উল্লেখ থাকে যে, সিলেটের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন সংক্রান্ত রোড শো কার্যক্রম এর দ্বিতীয় পর্ব শুরু হলো।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]