রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ১৬ মহর্রম ১৪৪৭
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির গৃহহীনদের ঘর নির্মাণ কাজ পরিদর্শন
রবিউল হাসান রাজিব, দৈনিক শিরোমণিঃ "আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার " মুজিব বর্ষে দেশের একটি লোকও গৃহহীন থাকবে না- মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ঘোষণা অনুযায়ী আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে গৃহ প্রদানের নিমিত্তে ফরিদপুর সদর উপজেলায় প্রস্তাবিত প্রকল্পের জন্য বিভিন্ন ইউনিয়নে অবস্থিত খাসজমি সরেজমিনে পরিদর্শন পূর্বক সম্ভাব্যতা যাচাই করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে গৃহ নির্মাণ কাজ।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা অফিস সাপ্তাহিক ছুটির দিনেও তিনি নিজেই উপস্থিত থেকে এ কাজ নিয়মিত পরিদর্শন ও তদারকি করছেন।এছাড়াও আজ এ কাজ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা।আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগমসহ সদর ও উপজেলা প্রশাসনের কর্মরত স্টাফবৃন্দ।২২ মে ২০২১ শনিবার কাজ পরিদর্শন করেন কানাইপুর ইউনিয়নের ঝাউডাঙ্গী, কৈজুরী ইউনিয়নের তুলাগ্রাম, বটতলা চকের নির্মাণাধীন ঘর ও নির্মিতব্য স্থান পরিদর্শন করা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিসহ জনসাধারণের উপস্থিতিতে প্রকল্পের সার্বিক কাজ শতভাগ প্রাক্কলন ও ডিজাইন অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে । উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কৈজুরী ইউনিয়নের কাচনাইল গ্রামে টি.আর ও কাবিখার বিভিন্ন প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.