
রহমতউল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
নওগাঁ জেলার, বদলগাছী উপজেলার  ৩নং  পাহাড়পুর ইউনিয়ন এর,  বিষপাড়া গ্রামে পানিতে ডুবে এক ছোট বাচ্চার মর্মান্তিক মিত্যুর ঘটনা ঘটেছে।এলাকাবাসী সুত্রে যানা যায় ২৭ শে সেপ্টেম্বর সকাল ১০ টা নাগাত  প্রতিদিনের ন্যায় বাচ্চাটি  বাড়ির উঠানে খেলছি  ও বাচ্চার মা সাংসরিক কাজ করছিল, তবে বাড়ির প্রথম দরজা খোলা থাকায়  বাচ্চা  বাহিড়ে আসলে  বাড়ির পাশে ডোবায় পরে এ মিত্যু ঘটে   মৃত শিশুটি  বিষপাড়ার গ্রামের  শ্রেী সুবাস এক্কা, মাতা শ্রেীমতী  শরশতীর- ২য়  মেয়ে সন্তান  সমাপ্তি এক্কা (১.৫)। সমাপ্তি এক্কার  ঠাকুমা বলে আমরা  জানতাম না যে বাড়ির দরজা খোলা রয়েছে-আমরা ঘড়ের কাজ নিয়ে বেস্থ ছিলাম  তবে কখন জানি বাহিড়ে যায়,আমরা জানতে পারিনাই।  আমরা কাজ শেষে বাচ্চার খোজ নিলে বাচ্চাকে না পেয়ে  আমি ও আমার ছেলের বউ মেয়েকে খুজতে থাকি  খুজে না পেয়ে  বাহিয়ে এসে বাড়ির পাশে ডোবায় খোজা করলে হঠাৎ বাচ্চাকে  পানিতে  দেখতে পেলে  উদ্ধার করে  ডাক্তার এর কাছে  নিলে  ডাক্তার তাকে মৃত বলে  জানান। এ ষটনায় এলাকা বাসীর মাঝে এক মর্মান্তিক শোক বিরাজ করছে।
                     
                    
                    
                    
	
				
		no views