বাসিং মং মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবান পার্বত্য জেলায় শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণের সাংগ্রাই উৎসব। মৈত্রী পানি বর্ষণের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানিয়ে স্বাগত জানানো হবে নতুন বছরকে।
মারমাদের সাংগ্রাইং উৎসবকে কেন্দ্র করে সকালে বান্দরবান সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে জেলা শহরের রাজার মাঠ থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্টির সাংস্কৃতিক ইনিস্টিটিউটে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ গ্রহন করে মার্মা, চাকমা, ম্রো, ত্রিপুরা, চাকসহ ১১ টি ক্ষুদ্র নৃ গোষ্টি ও বাঙ্গালী সম্প্রদায়ের তরুণ তরুণীরা ব্যানার ও ফেস্টুন এবং ঐতিহ্যবাহী পোশাকের মাধ্যমে অংশ গ্রহন করে।
সাংগ্রাই র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্টানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এসময় তিনি আগামীতে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ নির্মাণ আর পার্বত্য এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহববান করেন।তার সাথে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলায় বিভিন্ন সংস্থায় ব্যক্তিগন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]