রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১১ সেপ্টেম্বর ২০২৫ | ২৭ ভাদ্র ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল ১৪৪৭
পাথরঘাটা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটি-২০২২ নির্বাচন সম্পন্ন
কমল তালুকদার পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ২৬ ডিসেম্বর রবিবার বরগুনার পাথরঘাটা প্রেসক্লাবের ২০২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। দৈনিক ইনকিলাবের পাথরঘাটা প্রতিনিধি চৌধুরী মোঃ ফারুক পুনরায় বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি এবং দৈনিক ভোরের কাগজে'র পাথরঘাটা প্রতিনিধি অমল তালুকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।অন্যান্যের মধ্যে সহ-সভাপতি দৈনিক প্রথম আলোর আমিন সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক দৈনিক সংবাদ-এর জাফর ইকবাল এবং দৈনিক মানব জমিনের জাকির হোসেন খান বিনা প্রতিদ্বন্দীতায় অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এই নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে দৈনিক ইনকিলাবের চৌধুরী মোঃ ফারুক ও দৈনিক জনকণ্ঠের খোকন কর্মকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন।কিন্তু খোকন কর্মকার তার মনোনয়ন ফরম জমা না দেয়ায় চৌধুরী মোহাম্মদ ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন। এই প্রেসক্লাবে মোট ভোটার সংখ্যা ১৩টি।উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পাথরঘাটা উপজেলা সমবায় কর্মকর্তা এফ এম জাফর সাদিক।এছাড়াও নির্বাচন কমিশনার ছিলেন পাথরঘাটা কে.এম.মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.আব্দুর রহিম এবং পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কামরুল হাসান।২৬ ডিসেম্বর রবিবার দুপুর পৌনে ১টায় পাথরঘাটা প্রেসক্লাবের হলরুমে নির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এফএম জাফর সাদিক।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.