রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ১৬ জুলাই ২০২৫ | ১ শ্রাবণ ১৪৩২ | ২০ মহর্রম ১৪৪৭
পাথরঘাটায় চাঁদা না দেয়ায় ভিটাবাড়ি দখল
কমল তালুকদার,পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় প্রতিপক্ষের দাবীকৃত চাঁদা না দেওয়া প্রায় ২৫ একর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ভুক্তভোগী মোঃ ইয়াছিন অালী হাওলাদার ২৮ জুন বরগুনা দ্রুত বিচার অাদালতে ফারুক মোল্লা (৪৫) জহির মোল্লা (৪০) জসিম (৩৫) সাবিদ (২৫) সাঈম (২২) নাসির মীর (৪০) হারুন (৪০) বাদল মোল্লা (৪০) এছকান্দার মোল্লা (৫৫) রুনু বেগম (৫০) রিনা (৪২)সহ ১১
জনকে অাসামী করে একটি মামলা দায়েরকরাসহ ২ অাগস্ট পাথরঘাটা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলন করেছেন।
মামলার এজাহার ও সংবাদ সম্মেলনের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে পাথরঘাটা উপজেলার ২ নং নাচনাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জ্ঞানপাড়া গ্রামের বাসীন্দা মোঃ ইয়াছিন অালী হাওলাদারের সাথে জ্ঞানপাড়া মৌজার
প্রায় ২৫ একর জমি নিয়ে বিরোধ চলে অাসছিল উল্লেখিত ব্যক্তিদের সাথে।
উক্ত বিরোধকে কেন্দ্রকরে প্রতিপক্ষরা দীর্ঘদিন যাবৎ চাঁদা দাবী করে অাসছিল।
তারই ধারাবাহিকতায় ২৬ জুন অাসামীদের দাবীকৃত চাঁদা না দেওয়ায় অাসামীরা ওইদিন থেকে ৩০ জুন পর্যন্ত
পাঁচদিন ভেকু দিয়ে ইয়াছিন অালী হাওলাদার এর ভোগদখলীয় বাড়ি ও ভিটাসহ
প্রায় ২ একর জমি চটিয়া তার ব্যবহারকৃত পুকুর ভরাট করে এবং উল্লেখিত বাড়ি ভিটায় রোপনকৃত ১০ লক্ষ টাকার প্রায় তিন শতাধিক গাছ উপড়ে নস্ট করা ছাড়াও প্রতিপক্ষ তারকাটা দিয়ে উল্লেখিত জমি তাদের দখলে নেওয়ার অপচেষ্টা করে।
এসময়ে বাধা দিতে অাসলে অাসামীরা ইয়াছিন অালী হাওলাদার এর ছেলে মেয়েসহ তার পরিবারকে বেধম ভাবে পিটিয়ে গুরতর অাহতকরে।
ইয়াছিন অালী হাওলাদার বলেন প্রতিপক্ষ মোঃ ফারুক মোল্লা ও জহির মোল্লা আমেরিকার বাসীন্দা। তারা অনেক টাকার মালিক তাই তারা টাকার জোড়ে অাইন- অাদালতের তোয়াক্কা না করে অাদালতের অাদেশ অমান্যকরে অামাদের জমি দখলকরাসহ একেরপর এক অামাদের বিরুদ্ধে অসত্য মামলা দিয়ে হয়রানি করে অাসছে।
ইয়াছিন অালী হাওলাদার বলেন প্রতিপক্ষরা অহরহ অামি ও অামার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে অাসছে। তিনি বলেন বর্তমানে
অামি অামার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এব্যাপারে প্রতিপক্ষ নাসির মীর এর কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন ইয়াছিন হাওলাদার কোন শালিস মিমাংসা মানেনা।
তাই অামরা অামাদের জমি দখল করছি।
কমল তালুকদার
পাথরঘাটা,বরগুনা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.