রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্রম ১৪৪৭
পাথরঘাটায় বিষপানে ১ জেলের মৃত্যু
কমল তালুকদার পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বৃহস্পতিবার সকালে পাথরঘাটা চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে জয়নাল মাঝি (৫৫)নামক এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জয়নাল এর বাবার নাম মৃত আবুল হাসেম মিয়া। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল পারিবারিক কলহের জের ধরে অভিমান করে নিজ বাড়িতে সকালে বিষপান করে। এ ঘটনার পর তাকে পাথরঘাটা হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। পাথরঘাটা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করে বলে জামাতা কামাল মিয়া সাংবাদিকদের জানান।মৃত জয়নাল মাঝি'র জামাতা কামাল হোসেন সাংবাদিকদের জানান,তার শশুরের ইলিশের ট্রলার ছিল। গতকাল ওই ট্রলার নিয়ে সাগরে মাছধরতে যাওয়ার কথা ছিল । কিন্তু কী কারণে তার শ্বশুর অভিমান করে আত্মহত্যার করলেন; সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।মৃতঃ জয়নাল মাঝির গ্রামের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামে। সেখানে তার প্রথম স্ত্রী মোসা:স্মৃতি বেগম বসবাস করেন। তিনি দ্বিতীয় স্ত্রী আমেনা বেগম ও তার দুই সন্তানকে নিয়ে চরদুয়ানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জ্ঞানপাড়ার বাড়িতে বসবাস করে আসছিলেন এবং এখানেই তিনি পারিবারিক কলহের জেরে অভিমান করে আত্মহত্যা করেন বলে জানা যায়।পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.