মো: ইকবাল হোসেন,পাইকগাছা উপজেলা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ৮ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে কথিত মাওলানা আবুল কাশেম (৫৫) কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার সকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগরে এ ঘটনাটি ঘটেছে। কথিত মাওলানা শেখ আবুল কাশেম একই এলাকার মৃত তফেল উদ্দীনের ছেলে ও ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্থানীয় সরদারপাড়া জামে মসজিদের মক্তবের হুজুর। সর্বশেষ এ ঘটনায় তাকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানায়, অন্যান্য দিনের ন্যায় মঙ্গলবার সকালেও ছাত্র-ছাত্রীরা মক্তবে পড়তে যায়। তবে সকলকে ছুটি দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে হাতের লেখা শিখিয়ে দেওয়ার কথা বলে জনৈকা ওই শিশু শিক্ষার্থীকে আটকে রেখে তাকে বিভিন্ন ভাবে যৌন নীপিড়ন করা হয়। এরপর সে বাড়িতে পৌঁছে মা-বাবাকে ঘটনার বিস্তারিত জানালে তারা হুজুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় মামলার উদ্দেশ্যে রওনা হন। এর মধ্যে ঘটনার জানাজানি হলে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
এদিকে অভিযুক্তের প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তিনি নিজেকে জামায়াতের কপিলমুনির কর্মী ও রোকন প্রার্থী দাবি করেন। যদিও স্থানীয় আমির রবিউল ইসলাম জানান তিনি কোন পদে নেই। তবে সে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দের সাথে চলাফেরা করায় তার সম্যক ধারণা থাকতে পারে বলে তিনি দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওসি সবজেল হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সর্বশেষ অভিযুক্ত আসামীকে আইনি প্রক্রিয়ায় জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications