রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্রম ১৪৪৭
পাঁচবিবিতে র্যাবের অভিযানে ১৪ জন মাদকসেবী আটক
নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সিপিসি-৩,জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক জয়পুরহাটে পাঁচবিবিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ জন মাদকসেবীদের আটক করেছে র্যাব সদস্যরা।বুধবার (২৯ শে ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে,পাঁচবিবি উপজেলার বাগজান ইউপির আটাপাড়া এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের তা আটক করা হয়।জয়পুরহাট র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটককের বিষয়টি নিশ্চিত করা হয়।আটককৃতরা হলেন,মাতখুর গ্রামের শ্রী নকুল সিং এর ছেলে শ্রী চঞ্চল সিং(৩০) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে রেজাউল করিম(২১),পশ্চিম রাম চন্দ্রপুর গ্রামের ফরুক হোসেনের ছেলে শাহিন আলম(২০),একই গ্রামের বাবুল ইসলামের ছেলে কারিমুল ইসলাম(২০),ফরিদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (১৯),সামাদ আলীর ছেলে রাব্বী হোসেন(২০),মাষ্টারপাড়া এলাকার শফির উদ্দীন মোল্লার ছেলে তারেক মোল্লা(৩০),সরকার পাড়া এলাকার লুৎফর সরকারের ছেলে রুবেল ইসলাম (২৮), রামভ্রদ্রপুর এলাকার শ্রী মন মাড্ডীর ছেলে বিমল মাড্ডী (২১),ভইডুবা গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে লিটন হোসেন (৩৭),উত্তর গোপালপুর গ্রামের মৃত আমজাদ আকন্দের ছেলে রিদয় আকন্দ (২১),একই গ্রামের আনোয়ার ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৬),মাষ্টার পাড়ার এলাকার নয়ন সিং'এর ছেলে এবং সরকার পাড়া এলাকার কমল চৌহানের ছেলে প্রান্ত চৌহান(১৯) কে মাদক সেবনরত অবস্থায় আলামতসহ উক্ত ১৪ জন মাদক সেবীদের হাতেনাতে আটক করে জয়পুরহাট র্যাব-৫ এর আভিযানিক দলের সদস্যরা।পরবর্তীতে আটককৃত মাদকসেবীদের বিরুদ্ধে জয়পুরহাটের পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.