রাজধানীর পল্লবীতে গত ১৬ মে জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যাকারী মানিক র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
আজ সকালে র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতরাতে আমাদের কাছে তথ্য আসে সাহিনুদ্দিন হত্যায় জড়িত মানিকসহ কয়েকজন ঢাকা থেকে পালানোর জন্য মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় অবস্থান নেয়। র্যাব-৪ এর দল সেখানে অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মানিকসহ তার সঙ্গীরা। র্যাবও গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে মানিকের মরদেহ পাওয়া যায়।
ঘটনাস্থল অস্ত্র-গুলি ছাড়াও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
গত ১৬ মে রাজধানীর পল্লবীতে নিজ সন্তানের সামনে সাহিনুদ্দীনকে সন্ত্রাসীরা চাপাতি, রামদাসহ বিভিন্ন ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ওই ঘটনায় ১৭ মে নিহত সাহিনুদ্দীনের মা আকলিমা রাজধানী পল্লবী থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দায়ের করা এই মামলার অনত্যতম আসামি ছিলেন মানিক।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]