
পটুয়াখালীর বাউফলে জুলাই অভ্যুত্থানের শহীদ সাংবাদিক মেহেদী হাসানের পিতা মোশাররফ হোসেনের ওপর সন্ত্রাসী হামলা ও নারী জামায়াত কর্মীদের হেনস্তার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে বাউফল পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গার্লস স্কুলে সামনে শেষ হয়। এতে জামায়াত ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শহিদ সাংবাদিক মেহেদী হাসানের পিতা মোশাররফ হোসেনের ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। একই সঙ্গে নারী জামায়াত কর্মীদের প্রকাশ্যে হেনস্তা করা হয়েছে, যা অত্যন্ত ন্যক্কারজনক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা বলেন, এসব ঘটনার মাধ্যমে ভিন্নমত দমনের অপচেষ্টা চালানো হচ্ছে।
বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।এ সময় জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।