পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। হিমালয়ের হিম বাতাস ও সাদা কুয়াশায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। কোথাও সূর্য দেখা যায়নি। কুয়াশায় ঢেকেছে প্রকৃতি। সারারাত বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। প্রচণ্ড ঠান্ডা ও শীতের কারণে মানুষ মানবেতর জীবন যাপন করছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় ছয় থেকে সাত কিলোমিটার।শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে অসহায় গরীব ও সাধারণ মানুষ। কুয়াশার কারণে তারা বাইরে কাজে যেতে পারছেন না। হিমালয় কাছে হওয়ায় প্রতিবারের ন্যায় এবারো শীতের তীব্রতা একটু বেশি। সড়ক ও মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। গ্রামের অসহায়-গরীব মানুষজন গাছের পাতা ও খড় জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অনেকে শীতবস্ত্রের অভাবে রাতে চিড়া চটি গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছেন। সন্ধ্যা নামার সাথে সাথে হাট-বাজারে মানুষের সমাগম কমে যাচ্ছে।এছাড়া পুরাতন কাপড়ের দোকানে অসহায় মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে। তুলনামূলকভাবে বেশি দামে পুরাতন কাপড় বিক্রি হচ্ছে। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি পর্যন্ত আসা যাওয়া করছে। প্রতিদিনই তাপমাত্রা নিম্নমুখী থাকায় শিশু ও বয়স্ক মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেনতেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, মঙ্গলবার সকালে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ছয় থেকে সাত কিলোমিটার চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]