জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান অভিযোগ করে বলেছেন, ছাত্রদল সভাপতি সুস্পষ্টভাবে গণভোট বিষয়ে ‘না ভোট’— এর ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন।অভিযোগে তিনি বলেন, দেশ যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, যখন একটি শান্তিপূর্ণ নির্বাচনের আশা করা হচ্ছে, ঠিক তখনই বিএনপি ছাত্রদলকে ব্যবহার করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়।সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি কলেজ মিলনায়তনে জেলা ছাত্রশক্তি আয়োজিত গণভোটের ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইনের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।এ সময় জাহিদ আহসান বলেন, ছাত্রদল আজ ঋণখেলাপিদের পক্ষে অবস্থান নিয়েছে। উত্তরবঙ্গের উন্নয়ন বিষয়ে তিনি বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী ১৭ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ পরিশোধ করলে তা দিয়েই উত্তরবঙ্গের উন্নয়ন হয়ে যাবে। ছাত্রদল ঋণখেলাপিদের পক্ষ নিয়ে নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করছে।জাহিদ আহসান বলেন, ছাত্রদল যে আচরণ করছে তাতে তারা গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। কারণ, তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে। তারা আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করছে।জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম সহসভাপতি রাফিয়া রেহনুমা হৃদি, প্রেস মিডিয়া সম্পাদক যাবের বিন নুর, জেলা ছাত্রশক্তির সভাপতি সাকিব, সাধারণ সম্পাদক সেলিম এবং কেন্দ্রীয় ও জেলার নেতারা বক্তব্য দেন। বক্তারা আসন্ন সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠেয় গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]