মোঃ রাসেল শেখ,কালিয়া নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে সরকারি সড়কের গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর পুলিশ গাছ উদ্ধার করে মিল মালিকের কাছ থেকে জিম্মি নিয়েছে এবং তদন্ত শুরু করেছে।
গত ৩০ মে (শুক্রবার) সকাল ৯টায় কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া গ্রামের বোয়ালিয়ার পাড়ায় এলজিইডি রাস্তার পাশের দুটি শিশু কাঠের গাছ কর্তন করেন মো. হাদিয়াজ মোল্ল্যা (৪০)। স্থানীয়রা বিষয়টি জানতে চাইলে তিনি দাবি করেন, ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নিয়ে গাছ কাটছেন এবং কোনো সমস্যা হবে না। পরে তিনি আরও দুই-তিনজনকে নিয়ে গাছগুলো কেটে কালিয়া উপজেলার মাসুদের মিলে নিয়ে যান। গাছগুলোর বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসীরা জানান, হাদিয়াজ মোল্ল্যা ইতোপূর্বেও একই রাস্তার তার কাটের গুলার আশেপাশ থেকে প্রায় ১০টির বেশি গাছ চুরি করে কেটে নিয়ে গেছেন, যার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। তারা দাবি করেন, সরকারি সড়কের গাছ রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।
বিষয়টি জানার পর স্থানীয়রা নড়াগাতী থানার ওসি এবং কালিয়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করেন। নড়াগাতী থানার এসআই মো. জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে বিষয়টি নিশ্চিত হন। তিনি জানান, গাছ উদ্ধার করে কালিয়া মিলের ম্যানেজার ও রেঞ্জারের তত্ত্বাবধানে জিম্মি রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাছ কর্তনের সঙ্গে জড়িত অভিযুক্ত হাদিয়াজ মোল্ল্যার বিরুদ্ধে বন আইন ও সরকারি সম্পদ ক্ষতির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও বন বিভাগের সমন্বয়ে সরকারি সড়কের গাছ রক্ষায় বিশেষ নজরদারি বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।
এলাকাবাসী সরকারি সড়কের গাছ রক্ষায় দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]