মোঃ তরিকুল ইসলাম, নড়াগাতি থানা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাগুডাংগা গ্রামের সেখ পাড়া জামে মসজিদ সংলগ্ন হাফিজুর শিকদার নামে এক ব্যাক্তির নিজের ঘোড়ার গাড়িতে পাট ভর্তি করে আসার পথে সাথে থাকা নিজের শিশু ছেলে সাদমান (৮) শিশু ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে পিষ্ট হয় এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা যায় ১৯ জুলাই আনুমানিক ১২ টার দিকে জমি থেকে পাট নিয়ে বাড়িতে ফেরার সময় কর্দমাক্ত রাস্তা দিয়ে আসার সময় পিছলে শিশু সাদমান ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে যায় ও ঘটনাস্থলে মৃত্যু হয়।
এ ঘটনায় গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আশে।এ বিষয় নড়াগাতি থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান জানান বিষয় টি খুবই বেদনা দায়ক।তবে ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]