দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নড়াইল-২ আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এবং নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. মনিরুল ইসলামকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।দলীয় মনোনয়ন না পেয়ে মনিরুল ইসলাম নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং পরবর্তীতে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। বুধবার দুপুরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক বরাদ্দ পান। এ ঘটনায় নড়াইলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর বিকালে নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এর প্রায় ২০ দিন পর ২৪ ডিসেম্বর তার পরিবর্তে ড. ফরিদুজ্জামান ফরহাদকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]