রাসেল শেখ, কালিয়া উপজেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার শিবানন্দপুর গ্রামে পুকুরে ডুবে তাসলিমা (১৫) ও তার ছোট ভাই কওসার (৮) এর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৭অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিবেশী দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
মৃত দু ভাই বোন ওই গ্রামের কৃষক আজিবার শেখের সন্তান। মৃত তাসলিমা বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ও কাওসার শিবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলের দিকে প্রতিবেশী নাহার বেগমের সাথে তাসলিমা ও তার ভাই কাওসারকে পার্শ্ববর্তী দাউদ মীরের বাড়ির যেতে দেখেন। সন্ধ্যা ঘনিয়ে এলেও তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর পাড়ে তাসলিমার ওড়না দেখে পুকুরেই খোঁজ করেন। অতঃপর পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।
এ মৃত্যুকে ঘিরে নানা ধরনের জল্পনা কল্পনা সৃষ্টি হওয়ায় নিহতদের বাবা আজিবার শেখ বলেন, তার ছেলে মেয়ে কেউ সাঁতার জানতো না, পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গিয়েছে।
এ দিকে আজিবের স্ত্রী বেবি বেগম বলেন, আমার স্বামী ও তার ভাইয়েরা মারধর করে আমাকে ৮/ ৯ মাস আগে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পরে আমার স্বামী আবার দ্বিতীয় বিবাহ করেছে। আমার মেয়ে সাঁতার কাটতে জানে। পরিকল্পিতভাবে আমার সন্তানদের হত্যা করা হয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]