আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নড়াইলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নড়াইল সদরের চৌরাস্তায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) নড়াইল জেলা কমিটির উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নড়াইল-২ আসনের প্রতিদ্বন্দ্বী বিভিন্ন রাজনৈতিক দলের ৭জন প্রার্থী উপস্থিত ছিলেন।“একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থীরা সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কী কী পদক্ষেপ নেবেন, তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রার্থীরা নির্বাচিত হলে জনগণের কাছে দায়বদ্ধ থাকার অঙ্গীকার করেন। নড়াইল-২ আসনের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের মানোন্নয়নে প্রার্থীরা তাদের পরিকল্পনা তুলে ধরেন। দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নাগরিক অধিকার নিশ্চিতে সুজনের পক্ষ থেকে প্রার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।অনুষ্ঠানে নড়াইল-২ আসনের প্রতিদ্বন্দ্বী বিভিন্ন রাজনৈতিক দলের ৭জন প্রার্থী, সুজন-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, এ ধরণের আয়োজন ভোটারদের সঠিক প্রার্থী নির্বাচনে সহায়তা করবে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]