নোয়াখালীর হাতিয়া উপজেলায় চরের সরকারি খাস জায়গা দখলের চেষ্টাকালে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার পর্যটন এলাকা সংলগ্ন চরে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন—চরকিং ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম এবং চরইশ্বর ইউনিয়নের মোবাশ্বের আহমেদের ছেলে মোহাম্মদ হাশেম।স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ভূমিহীন সংগঠনের ব্যানারে একটি চক্র কিছু মানুষকে ওই এলাকায় নিয়ে আসে। তারা টাকার বিনিময়ে জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে সকাল থেকেই জায়গা পরিমাপ ও স্লিপ বিতরণের কার্যক্রম শুরু করে। বন বিভাগ প্রথমে বাধা দিলেও দখলকারীরা তা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যেতে থাকে। এ খবর ছড়িয়ে পড়লে বিকেলে সেখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। তবে জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হওয়ায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়পরবর্তী সময় বন বিভাগের অনুরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দখলকারীরা দিগ্বিদিক ছুটে পালিয়ে যায়। তবে এ সময় দুজনকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]