
মোঃ মনিরুজ্জামান, কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি: মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম. তারিক হোসেন খান, মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখারইং-২৬/১০/২০২৫ খ্রিঃতারিখ জিডি মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া নীলফামারী সদর থানাধীন যাদুরহাট বাজারস্থ ‘মুকুল টেলিকম এন্ড স্টুডিও দোকানে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ মুকুল হোসেন (৩০), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-নতিব চাপড়া, ২। মোঃ যশোর আলী (৩৬), পিতা- মোঃ নুরুল ইসলাম, সাং- পূর্ব নতিব চাপড়া ৩। মোঃ মোস্তাফিজার রহমান (২০) পিতা-মোঃ রোস্তম আলী, সাং-নতিব চাপড়া ৪। মোঃ মহুবুল ইসলাম (৩২) পিতা-মৃত আলী হোসেন, সাং-পূর্ব নতিব চাপড়া, সর্ব থানা ও জেলা- নীলফামারীদেকে আটক করতে সক্ষম হয়। বিধি মোতাবেক তল্লাশীকালে ধৃত আসামীদের নিকট হইতে হইতে ০৪ টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক বৈদ্যুতিক ও টর্চ লাইটের আলোতে ইং ২৭/১০/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রি ০১.২০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রথমিকভাবে জিজ্ঞাসাবাদে সকল আসামীগণ অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেন এবং আসামীদের মোবাইল পর্যালোচনায় অনলাইন জুয়া খেলার অ্যাপস পাওয়া যায়।
আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: ধৃত আসামী ১। মোঃ মুকুল হোসেন (৩০), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-নতিব চাপড়া, ২। মোঃ যশোর আলী (৩৬), পিতা- মোঃ নুরুল ইসলাম, সাং- পূর্ব নতিব চাপড়া ৩। মোঃ মোস্তাফিজার রহমান (২০) পিতা-মোঃ রোস্তম আলী, সাং-নতিব চাপড়া ৪। মোঃ মহুবুল ইসলাম (৩২) পিতা-মৃত আলী হোসেন, সাং-পূর্ব নতিব চাপড়া, সর্ব থানা ও জেলা- নীলফামারী।
গৃহীত ব্যবস্থা: ১। নীলফামারী থানার মামলা নং-৩৩, তারিখ- ২৭/১০/২০২৫ খ্রিঃ, জিআর নং-৩২৮, ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০/২৪(২)/২৭(২) রুজু করা হয়েছে।