রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ৩ আগস্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ৮ সফর ১৪৪৭
নিয়ামতপুরে র্যাবের হাতে অস্ত্রসহ যুবক গ্রেফতার
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ র্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর আশরাফের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ আবু হাসান (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার ৭ ফেব্রুয়ারী সন্ধ্যে ৬টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের দাদরইল বোর্ড বাজারে পাকা নির্মানাধীন নিজ দোকান থেকে কোমরে রাখা অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবু হাসান উপজেলার পাড়ইল ইউনিয়নের হিন্দুরবাঐল গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
রবিবার ৭ ফেব্রুয়ারী র্যাব-৫ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব-৫ জানায়, আবু হাসানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আবু হাসান স্থানীয় একজন অস্ত্র কারবারি। বিক্রি করার উদ্দেশ্যে অস্ত্রটি সে নিয়ে এসেছিল। তাকে অস্ত্রসহ গ্রেফতারের ঘটনায় নিয়ামতপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.