১-৭ জুলাই পর্যন্ত লকডাউন চলাকালে সাধারণ ছুটি থাকবে না। এটি 'নিষেধাজ্ঞা' বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ সোমবার (২৮ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে সকালে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ৭ দিন সারাদেশ সাধারণ ছুটি থাকবে কি না-জানতে চাইলে তিনি বলেন, 'ছুটি থাকবে কেন? নিষেধাজ্ঞা।'
আপনারা এটিকে লকডাউন বলতে রাজি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, 'লকডাউন আর নিষেধাজ্ঞার মধ্যে কিছু পার্থক্য আছে। লকডাউন মানে টোটাল ক্লোজ করতে হয়, কিন্তু টোটাল ক্লোজ করে দিলেতো পারবেন না। অনেক কিছুই খোলা রাখতে হয়।'
তাহলে লকডাউন বা শাটডাউন কিছুই নয়, নিষেধাজ্ঞা কি না জানতে চাইলে তিনি বলেন, 'দেখা যাক, আমরা এটিকে কি শব্দ বলি। তবে মিনিমাম নিষেধাজ্ঞা আর কি।'
৭ দিনের পর এই নিষেধাজ্ঞা বাড়ানোর বিষয়ে বিবেচনায় রয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, 'আমাদের যেটা অভিজ্ঞতা, সেটা হলো, চাঁপাইনবাবগঞ্জ স্ট্রিকলি ব্লক করে দেওয়ায় সংক্রমণ অনেক কমে গেছে। সাতক্ষীরায় ইমপ্রুভ করেছে। যেখানে-যেখানে আমরা মুভমেন্ট রেস্ট্রিক্ট করে দিয়েছি, সেখানে ইমপ্রুভ করেছে। সরকার যদি মনে করে আরও সাতদিন যেতে হবে, সেটাও বিবেচনায় আছে।'
পোশাক কারখানা ও রফতানিমুখী শিল্পকারখানা খোলা থাকবে কি না সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এগুলো নিয়ে কালকে আমরা বিস্তারিত অর্ডার করে দেব।'
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]