শিরোমণি ডেস্ক রিপোর্ট:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন প্রচার-প্রচারণা থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নির্বাচন বাধাগ্রস্ত বা বানচালের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।তিনি আরও জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলগুলোর ভেতরে যেন কোনো উসকানিদাতা বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীর অনুপ্রবেশ না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।এদিকে ব্রিফিংয়ে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলাটির চূড়ান্ত চার্জশিট শিগগিরই দাখিল করা হবে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে।সার্বিকভাবে নির্বাচনকে ঘিরে দেশের নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]