রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১১ নভেম্বর ২০২৫ | ২৬ কার্তিক ১৪৩২ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবীতে বিক্ষোভ
মিন্টু মিয়া,রৌমারী প্রতিনিধি দৈনিক শিরোমনিঃকুড়িগ্রামের রৌমারীতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবীতে রৌমারী উপজেলা শাখা সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী) বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। সোমবার (১৪ ই মার্চ) দুপুরের দিকে উপজেলা শাখা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে পথসভা করেছে।
এ সময় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) নেতা মিহির উদ্দিন, কৃষক নেতা জয়নাল আবেদীন ও আব্দুর রহিম, ইজিবাইক শ্রমিক নেতা রবিউল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে ওএমস ও টিসিবি'র মাধ্যমে সরবরাহ বাড়াতে হবে।
কৃষিসেচে ব্যবহৃত ডিজেলে সরকারী ভূর্তুকি দিতে হবে। কালোবাজারে সার বিক্রি বন্ধ করে সরকারী নির্ধারিত মূল্যে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে।বিএডিসি'র মাধ্যমে ভূর্তুকি মূল্যে সার,বীজ,কীটনাশকসহ কৃষি উপকরণ সরবরাহ করা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেশন ব্যবস্থা চালু করার জোরালো দাবী জানান। উল্লেখ্য দাবিতে ইউএনও অফিসে একটি স্মারকলিপি পেশ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.