যারা পরিবেশ প্রকৃতি ধ্বংস ও পরিবেশের ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে মতভেদ ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শনিবার (৫ জুন) বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এ সময় ড. হাছান মাহমুদ বলেন, আমাদের নিজেদের টিকে থাকার প্রয়োজনে পরিবেশ প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে। পৃথিবীতে অনেক বৃহদাকার প্রাণীও বিলুপ্ত হয়ে গেছে তাতে পরিবেশের কিছু যায় আসেনি। তেমনি মানুষও কখনো বিলুপ্ত হয়ে গেলে প্রকৃতির তাতে কিছু যায় আসবে না। কিন্তু পরিবেশ প্রকৃতিকে সংরক্ষণ করা না হলে এই পৃথিবীতে মানুষের পক্ষে টিকে থাকা কোনোভাবেই সম্ভব নয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]