রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ৮ জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ১২ মহর্রম ১৪৪৭
নারী পোশাক শ্রমিকদের জন্য শিল্প পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে
রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ পোশাক কারখানায় যাতায়াতের সময় নারী শ্রমিকরা যেন কোন অপ্রীতিকর ঘটনার শিকার না হয় সেজন্য রাস্তা ঘাটে শিল্প পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম। বৃহষ্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়ার কালিয়াকৈর এলাকায় কৃষিবিদ প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম এসময় আরও বলেন,বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমিক তাদের সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে বলেও জানান তিনি।কারখানা পরিদর্শনে এসময় কৃষিবিদ প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড কারখানার এমডি ড.আলী আফজালসহ শিল্প পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.