মো:মামুন নারায়ণগঞ্জ প্রতিনিধি : সোনারগাঁ একটি স্বনামধন্য এলাকা। আয়তন: ১৭১.৬৭ বর্গ কিমি। অবস্থান: ২৩°৩২´ থেকে ২৩°৪৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°৩১´ থেকে ৯০°৪১´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা, পূর্বে হোমনা ও গজারিয়া উপজেলা, পশ্চিমে বন্দর (নারায়ণগঞ্জ), নারায়ণগঞ্জ সদর ও রূপগঞ্জ উপজেলা ও ডেমরা থানা।জনসংখ্যা ৪০০৩৫৮; পুরুষ ২০৪৪৩৮, মহিলা ১৯৫৯২০। মুসলিম ৩৮৫৫৩৯, হিন্দু ১৪৪৮৪, বৌদ্ধ ৬৭, খ্রিস্টান ২৩৫ এবং অন্যান্য ৩৩। বিভিন্ন উপজেলা থেকে সোনারগাঁও বসবাস করতে অনেকের আগ্রহ রয়েছে। মানুষের চাহিদার দিকে খেয়াল রেখে এখানে নতুন নতুন আবাসন প্রকল্পও গড়ে উঠছে। তবে দুঃখজনক হলেও সত্য, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ৫ ই আগস্ট এর পর থেকে এ পর্যন্ত, অসংখ্য অভিযোগ রয়েছে যে সোনারগাঁ থানায় বিভিন্ন ইউনিয়নে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক সেবন ইয়াবা, গাজা, মদ, ফেসিডিল, আরো অনেক নেচার দ্রব্য। উপজেলাটি বিভিন্ন ইউনিয়নে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে।জামপুর ইউনিয়ন এশিয়ান হাইওয়ে শিলাবো এর আশেপাশে প্রতিদিনই ডাকাতের কবলে পড়তে হচ্ছে সাধারণত পথচারীদের, আইন প্রশাসন জানা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায়, সাধারণ মানুষের মধ্যে এক প্রকার খুব দেখা দিয়েছে।ডাকাতদের ও ছিনতাইয়ের কবলে পড়ে মোবাইল ফোন, ল্যাপটপ, টাকা ইত্যাদি মূল্যবান সম্পদ হারানো এখানকার নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এলাকায় ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তিদের দৌরাত্ম্য চোখে পড়ার মতো। অবৈধভাবে জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি ঘটনারও তথ্য পাওয়া যায়। এসব ব্যাপারে জনগণ অধিকাংশ ক্ষেত্রেই নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে থাকে। পুলিশের কাছে সহায়তা চাইলেও কার্যকরী সহায়তা পাওয়া বেশ সময়সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়।সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।এতে করে এলাকায় অনৈতিক কর্মকা- আরও বাড়তে পারে বলে মত দিয়েছেন সুশীল সমাজ।
অনতিবিলম্বে যদি সোনারগাঁ উপজেলা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা যায় তবে এলাকাবাসীকে চরম পরিস্থিতির মুখে পড়তে হবে। এক্ষেত্রে সরকার এবং সাধারণ জনগণের একত্রিত অংশগ্রহণ আবশ্যক। সকলের সম্মিলিত প্রচেষ্টাই উক্ত এলাকার সকল অনিয়ম ও অনৈতিক কর্মকা-কে প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করা যায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]