হান্নান আল আজাদ, নান্দাইল উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ০৫ অক্টোবর রোববার এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক এ,কে রমিজ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথি সারমিনা সাত্তার শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এবং বালিকা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি মোঃ রফিকুল ইসলাম ভূইয়া শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং অভিভাবকদের মূল্যবান পরামর্শ দেন।
এছাড়া অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল অভিভাবকদের হাতে তুলে দেওয়া। ফলাফল বিতরণের সময় শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের পারফরম্যান্স নিয়ে অভিভাবকদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেন এবং তাদের উন্নতির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অভিভাবকগণ বিদ্যালয়ের এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এই ধরনের সমাবেশ শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক সহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]