নান্দাইল প্রতিনিধি,আঃ হান্নান আল আজাদ: ময়মনসিংহের নান্দাইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সানজিদা ইসলাম ছোয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিএম সেলিম রেজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নান্দাইল ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর জন কস্তা, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, দৈনিক কালবেলার নান্দাইল প্রতিনিধি হান্নান মাহমুদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজি, মোজাম্মেল হক প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের যুব সমাজকে প্রস্তুত করতে হবে। বহুপাক্ষিক অংশীদারত্বের মাধ্যমে যুবদের ক্ষমতায়ন এবং নেতৃত্ব বিকাশে একসঙ্গে কাজ করাই সময়ের দাবি, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুব সমাজকে সক্রিয়ভাবে অংশ গ্রহণের আহ্বান জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]