আঃ হান্নান আল আজাদ,নন্দাইল উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ৩ দিনব্যাপী (২৫ মে-২৭ মে) ভূমি মেলা উপলক্ষে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টায় উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে নাজির মোঃ হাসমত উল্লাহ'র সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ.এফ.এম আজিজুল ইসলাম, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল৷খালেক, নান্দাইল সদর ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা আজিজুল হকসহ প্রমূখ।
এতে অংশ নেয় উক্ত বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী।পরে বিজয়ী শিক্ষার্থী ও সর্বোচ্চ করদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]